কৃষি তথ্য সার্ভিসের সিটিজেন চার্টার
কৃষি তথ্য সার্ভিস প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রর্কে সচেতনতা সৃষ্টি এবং তাদের জীবন ব্যবস্থার মান উন্নয়ন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও পুষ্টি সমৃদ্ধ করে তোলা তথা জনগণের খাদ্য নিরাপত্তা অর্জন এবং দারিদ্র বিমোচনে অব্যাহত ভূমিকা পালনে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ।
কৃষি তথ্য সার্ভিস থেকে যেসমস্ত সেবা পাওয়া যায় তার বিবরণ নিম্নরূপ:
ক্র: নং |
দায়িত্বাবলী |
সেবাগ্রহণকারী |
প্রার্থিত সুবিধা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা |
||
|
কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক প্রিণ্ট মিডিয়া |
||||
|
ক. কৃষিকথা, একমাত্র সরকারি কৃষিভিত্তিক মাসিক ম্যাগাজিন। |
সকল শ্রেণীপেশার মানুষ যেমন- আপামর কৃষক, শিক্ষক, ছাত্র/ছাত্রী, উদ্যোক্তা, খামারি, গবেষক, সম্প্রসারণবিদ, এনজিও কর্মী, আগ্রহী জনসাধারণ |
৩০ দিন (প্রতি সংখ্যা) |
||
|
খ. সম্প্রসারণ বার্তা: মাসিক কৃষিভিত্তিক সংবাদ বুলেটিন। |
কৃষি মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, সম্প্রসারণকর্মী ও কৃষিজীবী |
৩০ দিন (প্রতি সংখ্যা) |
||
|
গ. কৃষি ডাইরি: (সরকারী নির্ধরিত মূল্যে বিক্রয় করা হয়) |
কৃষির সর্বশেষ হালনাগাদ তথ্য প্রযুক্তি, কৃষি মস্ত্রণালয়/ কৃষি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠান /ব্যক্তির টেলিফোন নম্বর এবং কৃষি শ্লোগান, ছন্দ,খনার বচন,আল কুরআন ও আল-হাদীসের বাণী ,খনার বচন ও তথ্যভিত্তিক ৩৬৫ দিনের ডাইরিসরকারের ঊর্ধ্বত কর্মকর্তা, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষক, গবেষক |
প্রতি বছর (ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত) |
||
০১. |
অনিয়মিত ক. পোস্টার, লিফলেট, বুকলেট, ফোল্ডার, স্টিকার এসব সমসাময়িক কৃষি প্রযুক্তি সম্পর্কীত তথ্য, চলমান গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক প্রকাশনা বিতরন |
সকল শ্রেণী পেশার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য |
সারাবছর মৌসুমভিত্তিক বা যখন প্রয়োজন হয়। |
||
|
খ. বিশেষ ক্রোড়পত্র: জাতীয় ও আন্তর্জাতিক দিবস বা ইস্যু ভিত্তিক জাতীয় পত্রিকায় প্রকাশনা বিতরন |
সমগ্র জনগোষ্ঠীর জন্য |
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে |
||
|
গ. বিজ্ঞপ্তি: প্রাকৃতিক দুর্যোগ, মহামারি বিশেষ তথ্য প্রযুক্তি প্রচারণা সম্পর্কে জ্ঞাত করানো। ( বতার ও স্থানীয় পত্র-পত্রিকা)
|
কৃষিজীবীসহ আপামর জনগণ |
কৃষিভিত্তিক যেকোন ইস্যুতে |
||
০২.
|
কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক ইলেকট্রনিক মিডিয়া ক. রেডিও: আঞ্চলিক কেন্দ্র রাজশাহীতে দু’টো অনুষ্ঠান প্রভাতী ও সান্ধ্যকালীন অনুষ্ঠানের মাধ্যমে চলমান, সময়োপযোগী তথ্য প্রযুক্তি সম্প্রচারে সার্বিক সহযোগীতা, প্রতিদিন ৫০ মিনিট। |
রেডিও’র শ্রোতামন্ডলী |
প্রতিদিন আঞ্চলিক প্রোগ্রামে সম্প্রচার
** ক্ষেত খামার সমাচার- সকাল ০৬.২৫ হতে ০৬.৩০ মিনিট (গ্রীস্মকালে) এবং ০৬.৫৫ হতে ০৭.০০ (শীতকালে) প্রতিদিন
** সবুজ বাংলা- বিকাল ০৬.০৫ হতে ০৬.৫০ মিনিট |
||
03. |
মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্রমোশন: কৃষি তথ্য প্রযুক্তি ভিক্তিক (বিনোদনের মাধ্যমে কৃষি তথ্য প্রযুক্তিভিক্তিক ডকুড্রামা, গান, নাটক তৈরি ও সম্প্রচার যা গ্রামগঞ্জে, হাটবাজারে, শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ধ্যার পর প্রচারিত হয়) |
গ্রাম ও শহরের আগ্রহী দর্শক, কৃষক, ছাত্র, শিক্ষকসহ সকল শ্রেনীর কৃষিজীবী |
মেলা, জাতীয় ও আন্তর্জাতিক উৎসব পালন এবং যেকোন সংস্থার চাহিদামাফিক |
||
০৪. |
প্রশিক্ষণ: কৃষিতে উন্নয়ন যোগাযোগ, প্রযুক্তি হস্তান্তর কৌশল, ই-কৃষি, বেতার কথিকা লিখন ও উপস্থাপন কৌশল, কৃষি তথ্য সার্ভিসের অত্যাধুনিক নিজস্ব কম্পিউটার ল্যাবে এআইসিসি’র সকল সদস্যদের কম্পিউটার বিষয়ক প্রশিক্ষণ প্রদান। |
সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ। যারা মিডিয়াভিত্তিক কার্যক্রমে সংশ্লিষ্ট বা আগ্রহী |
সিডিউল অনুযায়ী |
||
০৬. |
সরকার কর্তৃক নির্ধারিত/ ঘোষিত অন্যান্য সেবাসমূহ প্রদান করা |
আপামর দেশবাসী |
সারাবছর (প্রয়োজনমাফিক) |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS