Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Advice for the farmers in a unfavorable weather condition
Details

বিশেষ কৃষি পরামর্শ

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে আগামী ১৭ থেকে ২২ মার্চ বাংলাদেশের সকল জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় কোথাও কোথাও কালবৈশাখী ঝড় হতে পারে।

এ অবস্থায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিচের বিশেষ কৃষি পরামর্শ প্রদান করেছে:-

- সেচ, সার ও বালাইনাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।

-পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।

- বোরো ধানে ব্যাকটেরিয়াল লীফ ব্লাইট রোগ দেখা দিতে পারে। এ রোগ থেকে ফসলকে রক্ষা করার জন্য ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর বিঘা প্রতি ৫ কেজি পটাশ সার এবং ৩.৫ কেজি জিপসাম প্রয়োগ করতে হবে। তবে ধান গাছ যদি থোড় অবস্থা পার হয়ে থাকে তাহলে ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ সার, ৬০ গ্রাম থিওভিট এবং ২০ গ্রাম জিংক ভালোভাবে মিশ্রিত করে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। ঝড় বৃষ্টির পর পর ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখুন।

- জমিতে যেন পানি জমে থাকতে না পারে সেজন্য নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন।

-দন্ডায়মান কলাগাছ, আখ ও উদ্যানতাত্বিক ফসলের জন্য খুঁটির ব্যবস্থা করুন।

-বৃষ্টিপাতের পর জো অবস্থা আসলে পাট ও সব্জি বীজ বপন করুন।

Attachments
Image
Publish Date
14/03/2023
Archieve Date
25/03/2023