Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Boro rice harvest festival in Sunamganj haor
Details

বৃহস্পতিবার (১০ এপ্রিল ২০২৫) সুনামগঞ্জে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের দেখার হাওরে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কাটা উৎসবের উদ্বোধন করেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।

উপদেষ্টা বলেন- চলতি  অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। আগামী ২৪ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ করা হবে।

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ বছর দেশে ফসলের উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। দেশে কোরো খাদ্য সংকট হবে না। পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুদও আছে।’

হাওরের বাঁধ ভেঙে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, ‘বাঁধের কোনো সমস্যা থাকলে এখনই বলেন, সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বাঁধ নিয়ে সমস্যা হয় তাহলে সেই প্রকৌশলীরও সমস্যা হবে বলে উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোনো বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।’

ধান যখন কেনা শুরু হয় তখন মাঠেই মধ্যস্বত্ত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এরকম প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, ‘এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব।’

ধানকাটা নিয়ে কোনো সিন্ডিকেট আছে কি-না এমন প্রশ্নের জবাবে কৃষি উপদেষ্টা বলেন, ‘সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান, আমরা সোজা করে দেব।’

এসময় উপস্থিত ছিলেন- কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. ছাইফুল আলম;;  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। কৃষি তথ্য সার্ভিসের পরিচালক কৃষিবিদ মোঃ মসীহুর রহমান; সিলেট বিভাগীয় কমিশনার মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়াসহ কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুযায়ী ১৩৭টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১ লাখ ৫৫ হাজার টন। যার বাজারমূল্য সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশি।

সুনামগঞ্জে এ বছর বোরো ধানের ফলন ভালো হয়েছে বলে ধারণা করছেন কৃষকরা। তবে বৈশাখ শুরুর আগেই হাওরের কিছু এলাকাকায় ধান কাটা শুরু করেছেন কৃষকরা। এতে তাদের মধ্যে আনন্দ বিরাজ করছে। চলতি মৌসুমে সুনামগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান হাওরপাড়ের কৃষকরা।

সিলেট অঞ্চলে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/ সংস্থা ডিএই, এসসিএ, এআইএস, বারি, বিনা বিএডিসি (সার ও বীজ, সেচ), এসআরডিআই, বিআরআরআই,বিএসআরআই এর কর্মকর্তাগণ এবং কৃষি পন্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্টান ও প্রগতিশীল কৃষকগণ অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
10/04/2025
Archieve Date
30/06/2025