Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
“Seminar” for Officers, Seed Producers and Stockholders on Quality Seed Production, Storage and Distribution and Quality Market Monitoring
Details
আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিস, বীজ প্রত্যায়ন এজেন্সি, সিলেট অঞ্চল সিলেট কর্তৃ ক আয়োজনে বীজ প্রত্যায়ন কার্যক্রম  জোড়দারকরণ   প্রকল্প,বীজ প্রত্যায়ন এজেন্সি,গাজীপুর  এর অর্থয়নে “মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সম্মনিত বাজার মনিটরিং শীর্ষক  কর্মকর্তা, বীজ উৎপাদনকারী ও স্টোকহোল্ডারদের  ‘সেমিনার’  মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউট ,চন্ডিপুল,সিলেট এর প্রশিক্ষণ হলরুমে ১৮ ডিসেম্বর ২০২২ খ্রি: অনুষ্টিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচারক কৃষিবিদ মো.মোশাররফ হোসেন খান, সভাপত্বি করেন- আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিস  এর আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার কৃষিবিদ মো. তমিজউদ্দিন খান। উক্ত সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর প্রধান/ সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বীজ ডিলারসহ প্রায় ৫০ জন অংশগ্রহণ করেন। 
সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী, এআইসিও,কৃতসা,সিলেট
Attachments
Publish Date
18/12/2022
Archieve Date
31/12/2022