আগামী খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন সবজি বীজ “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে সিলেট অঞ্চলের আঞ্চলিক বীজ বিক্রয় কেন্দ্র হতে ডিলারদের মাধ্যমে এবং জেলা ও উপজেলা বীজ বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন জাতের ভিত্তি ও মানসম্পন্ন ২৮৬১.৫০০ (দুই হাজার আটশত একষট্টি দশমিক পাঁচ) কেজি উফশী ও হাইব্রিড গ্রীষ্মকালিন সবজিবীজ কৃষকদের মাঝে নগদ মূল্যে বিতরণ কার্যক্রম গ্রহন করা হয়েছে। বীজ ডিলারগন তাদের নির্দিষ্ট দোকানে নিয়ে বীজ বিক্রি করতে হবে, বীজ ডিলারদের দোকানে অবশ্যই সাইনবোর্ড থাকতে হবে। এর অন্যথা হলে সংশ্লিষ্টদের দায়ী করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। গ্রীষ্মকালীন সবজি বীজের মধ্যে ডাটা-৫৮৯ কেজি, বরবটি-৪০১ কেজি, কলমীশাক-৩৯২ কেজি, ঢেঁড়শ-১০০৫ কেজি, করলা-১৮ কেজি, চিচিংগা-৩০৯ কেজি, পুঁইশাক-৮৯ কেজি, এবং মিষ্টিকুমড়া-১০ কেজি, চালকুমড়া-১ কেজি, ঝিঙ্গা-১ কেজি, হাইব্রিড টমেটো-৩২ কেজি, হাইব্রিড করলা-১৩ কেজি, হাইব্রিড বেগুন-১ কেজি।
তথ্য সূত্র- বিএডিসি(বীজ বিপনন)সিলেট
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS