Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Distribution of seed rice for flood relief in Sylhet and Sunamganj
Details

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের সহযোগীতায় ফেঞ্চুগঞ্জে  উপজেলা কৃষি অফিস সংলগ্ন শিশু পার্কে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর (১৯৭২-৭৫)ব্যাচের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মরত প্রবীন কৃষিবিদগনের নিজেস্ব অর্থয়নে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত সাহায্যর্থে বীজ ধান বিতরণ ২১ জলাই-২০২২ উদ্ধোধন করা হয়। উক্ত কৃষিবিদ সুব্রত দেবনাথ, উপজেলা কৃষি অফিসার,ফেঞ্চুগঞ্জ এর সঞ্চলনায় কৃষিবিদ মো.খায়ের উদ্দিন মোল্লা, উপপিরচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণঅধিদপ্তর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আনোয়ার হোসেন উপপিরচালক (অব:),কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট, কৃষিবিদ মো.শাহজাহান, উপপরিচালক (অব:), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।

আকস্মিক বন্যায় প্রকৃতিক দূর্যোগে ক্ষতিগস্থ ফেঞ্চুগঞ্জে ১০০ জন কৃষক-কৃষানীদের মাঝে ৫০০ কেজি, সিলেট সদরে ৫০ জন কৃষক-কৃষানীদের মাঝে ২৫০ কেজি ধানের বীজ বিতরণ করা হয়েছে । সনামগঞ্জে ৫০ জন কৃষক-কৃষানীদের মাঝে ২৫০ কেজি ধানের বীজ বিতরণ করা হবে।

সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী,এআইসিও, সিলেট।

Image
Attachments
Publish Date
26/07/2022
Archieve Date
15/08/2022