Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Rat Killing Campaign 2022 Promotion and Seminar and 2021 Prize Distribution at Sylhet Region Level
Details

বছরে ইঁদুর খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন, খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রন এ প্রতিপাদ্য বিষয়ে-  কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল,সিলেট এর আয়োজনে অতিরিক্ত পরিচালকের কার্যালয়ের কনফারেন্স কক্ষে  অঞ্চল পর্যায়ে ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্ধোধন ও সেমিনার  ১৯ অক্টোবর অনুষ্টিত হয়। এ অনুষ্টানের প্রথমেই কৃষি তথ্য সার্ভিস, সিলেট কর্তৃক  “সর্বনাশ ইঁদুর ও ইঁদুর দমনের কৌশল”  শিরোনামে নাটিকার ভিডিও প্রদর্শন করা হয়।

          উক্ত অনুষ্ঠানে কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল,সিলেট এর উপপরিচালক কাজী মোহাম্মদ মজিবর রহমান এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান। তিনি  অঞ্চলের জেলা উপজেলা  পর্যায়ে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২২ উদ্বোধনী ঘোষণা করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন- বাংলাদেশের প্রায় ১০ শতাংশ ধান, গম ইঁদুর খেয়ে ফেলে ও নষ্ট করে। তিন মাসের জন্য ধান গুদামে রাখা হলে ৫ খেকে ১০ ভাগ ইঁদুরের দ্বারা ক্ষতি হতে পারে। এ পর্যন্ত দেশে ১৮ প্রজাতির ইঁদুর শনাক্ত করা হয়েছে । ইঁদুর ধান ফসলে তিন মৌসুমেই আক্রমণ করতে পারে। তবে আমন মৌসুমে নিরাপদ আশ্রয়স্থল, পর্যাপ্ত খাদ্য এবং পানি সহজলভ্য হওয়া এবং মৌসুমের শেষভাগে বৃষ্টিপাত কম ও আবহাওয়া অনুকূলে থাকায় এসময়ে ইঁদুরের প্রজনন খুব বেশি হয়। প্রতি ধান মৌসুমে একটি স্ত্রী ইঁদুর অনুকূল পরিবেশে প্রায় ২৪টি বাচ্চা দিতে পারে। ইঁদুরের প্রজনন শুরুর পূর্বেই ইঁদুর নিধন করা দরকার। তাই আমন মৌসুমে ইঁদুর দমনের উপযুক্ত সময় ভাদ্র থেকে মধ্য কার্তিক। এসময় সবাই মিলে একযোগে বেশি জায়গার ইঁদুর নিধনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইহার সংখ্যা কমিয়ে আনা সম্ভব। ইঁদুর দ্বারা ফসলের যে ক্ষতি  হয় তা কমানো গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে আয়ও বাড়বে। 

             বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা,কৃষি সস্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর উপপরিচালক বিমল চন্দ্র সোম”; আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার- কৃষিবিদ তমিজ উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলে আওতাধীন কৃষি তথ্য সার্ভিসসহবিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা কৃষি অফিসারবৃন্দ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ,কৃষক-কৃষণী প্রমূখ।

            ইঁদুর নিধন অভিযান ২০২১ সালে পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরস্কার ক্রেস্ট,সনদপত্র ও নদগ অর্থ তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান । অনুষ্ঠানে এ বছর অঞ্চল পর্যায়ে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী ০৩ জান উপসহকারী কৃষি কর্মকর্তা- প্রথম পুরস্কার প্রাপ্ত সোহরাব হোসেন,,মাধবপুর,হবিগঞ্জ; দ্বিতৃীয় পুরস্কার প্রাপ্ত মশিউর রহমান,ছাতক; তৃতীয় পুরস্কার প্রাপ্ত– জেবুন্নেছা আহমেদ জুবিলী, সিলেট সদর, সিলেট;  ০৪ জন কৃষক- আজিজুর রহমান,সিলেট সদর,সিলেট; নারায়ন চন্দ্র দাস,মাধবপুর, হবিগঞ্জ; আলী আহমেদ,ছাতক,সুনামগঞ্জ; রুমানা আক্তর,রাজনগর,মৌলভীবাজার ০১ টি উপজেলা – উপজেলা কৃষি অফিসারের কার্যালয়,রাজনগর,মৌলভীবাজার;

সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী,এআইসিও,কৃষি তথ্য সার্ভিস,সিলেট

Attachments
Publish Date
19/10/2022
Archieve Date
15/11/2022