সংবাদ পরিবেশন: মো.জুলফিকার আলী, কৃষি তথ্য সার্ভিস, সিলেট
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরে “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প (সংশোধনী ২য়)” এর অর্থায়নে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে এক সেমিনার ১৫ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সেমিনারে কৃষিবিদ বিমল চন্দ্র সোম, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। তিনি বক্তব্যে বলেন- অনাবাদি ও পতিত জমির যথাযথ ব্যবহারের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। তিনি আরোও বলেন-এ প্রকল্পের মাধ্যমে বসতবাড়ির আঙ্গিনায় ও আশ্রয়ণ প্রকল্পের সামনের পতিত জয়গাসমূহে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে পরিবারগুলোর দৈনন্দিন সবজির চাহিদা পূরণের পাশাপাশি অতিরিক্ত আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
সেমিনারে প্রকল্প কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন- কৃষিবিদ ড. মো. আকরাম হোসেন, প্রকল্প পরিচালক (ইফনাপ), ডিএই, খামারবাড়ি, ঢাকা।
কী-নোট উপস্থাপন করেন ড. মো. শহিদুল ইসলাম, প্রফেসর, উদ্যানতত্ত্ব বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করেন। এছাড়াও উপজেলা কৃষি অফিসারবৃন্দ প্রকল্পভূক্ত এলাকার চলতি বছরের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন।
গোয়াইনঘাট উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ রায়হান পারভেজ রনি এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ড. মাহমুদুল ইসলাম নজরুল, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র মৌলভীবাজার ।
দিনব্যাপী সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ডিএই, এআইএস, ব্রি সহ অন্যান্য প্রতিষ্ঠানের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS