Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
AICC conducted 02 (two) days training for concerned/progressive farmers in Sylhet region
Details

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কর্যালয়, সিলেট কর্তৃক আয়োজিত ‘সিলেট অঞ্চলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক ০২ (দুই) দিন ব্যাপি এআইসিসি সংশ্লিষ্ট/প্রগতিশীল কৃষকগণের প্রশিক্ষণ কৃষি তথ্য সার্ভিস, সিলেট এর সম্মেলন কক্ষে ০৪ ও০৫ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার।

উক্ত প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন- কীটতত্ত্ব বিভাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেটের অধ্যাপক ড. ফুয়াদ মন্ডল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের উপপরিচালক কৃষিবিদ মো. খয়ের উদ্দিন মোল্লা, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ মো. আনিছুজ্জামান, এসআরডিআই, সিলেটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. তপন কুমার সাহা, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূঁইয়া, তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সিলেট অঞ্চল,সিলেটের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. ফারুখ হোসাইন, কৃষি তথ্য সার্ভিস, সিলেটের আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার, সিলেট মেট্রো পলিটন অফিস, সিলেটের মেট্রো পলিটন কৃষি অফিসার কৃষিবিদ সায়মা নাজনীন।

প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল- সিলেট অঞ্চলে আধুনিক কৃষি প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য সার্ভিসের ভূমিকা,কৃষি বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপস এর পরিচিতি (ব্যবহারিক), অম্লীয় মাটিকে ডলোচুন ব্যবহারের মাধ্যমে ফসল আবাদের উপযোগী করা,মাটি পরীক্ষার মাধ্যমে সার ব্যবস্থাপনা, পাহাড় টিলায় লাভজনক কৃষি প্রযুক্তি সমূহ, আধুনিক পদ্ধতিতে ফসলের পোকা দমনে প্রযুক্তি সমূহ (ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ,আইপিএম সহ অন্যান্য প্রযুক্তি),পলিসেড হাউসে চারা উৎপাদন প্রযুক্তি। মাঠ ও উদ্যানতাত্ত্বিক ফসলের ক্ষতিকর পোকামাকড় পরিচিতি ও দমন ব্যবস্থাপনা, জাতীয় অর্থনীতিতে ফলের অবদান, বারি উদ্ভাবিত আধুনিক ফসলের জাত ও পরিচিতি, বোরো মৌসুমে ধানের ফলন বৃদ্ধিতে করণীয় ও প্রধান প্রধান রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থাপনা (এডব্লিউডি) এর পরিচিতি ও ব্যবহার, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ছাদ বাগান ,সাইট্রাস ফসল উৎপাদন. মসলা ও তেল জাতীয় ফসলের উৎপাদন প্রযুক্তি, উচ্চমূল্যের সবজি ফসলের প্রযুক্তিসমূহ এবং উচ্চ মূল্যের ফসল (কফি, কাজুবাদাম) উৎপাদন ও সম্প্রসারণে করণীয়।

উক্ত প্রশিক্ষণে সিলেট , হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র (এআইসিসি) সংশ্লিষ্ট/প্রগতিশীল ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,সিলেট

Attachments
Publish Date
07/01/2025
Archieve Date
31/03/2025