Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Inauguration of Agricultural Technology Fair-2024 in Sylhet region as a joint initiative
Details


সংবাদ পরিবেশন : মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এবং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদর, সিলেট এর আয়োজনে কৃষি উন্নয়নের মধ্যামে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এবং  ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি প্রকল্প (ফ্রিপ) এর অর্থয়নে উপপরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট চত্বরে ৬ দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ ’মেলার উদ্বোধনী অনুষ্ঠান ২৮ এপ্রিল অনুষ্ঠিত হয়। উক্ত ৬ দিনব্যাপী মেলার শুভ উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করতে হলে আমাদের কৃষি খাতে বিপ্লব ঘটাতে হবে। খাদ্য মানুষের মৌলিক চাহিদা।এ চাহিদা পূরনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষি খাতে ব্যাপক অগ্রগতি করেছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ সে লক্ষ্যে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এখন দেশ খাদ্যে সয়ংসম্পূর্ণ, পুষ্টি সমৃদ্ধ ও নিরাপদ খাদ্য  উৎপাদনে সকল দপ্তর একত্রে কাজ করতে হবে। প্রযুক্তি নির্ভর হবে আগামী বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে প্রবাসী বাংলাদেশীদের কৃষি খ্যাতে অগ্রণী ভূমিকা পালন করতে তাদের অনাবাদি জমি ফসলে রূপান্তরিত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ জমিতে চাষ করে কৃষি খাতে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।  

মেট্রোপলিটন কৃষি অফিসার সায়মা নাজনীন এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তার। উদ্যোক্তা কৃষকের মধ্যে বক্তব্য রাখেন আলীম ইন্ডাস্ট্রিজের পরিচালক আলীমুল এহসান চৌধুরী, গোলাপগঞ্জ আলভিনা গার্ডেনের স্বত্তাধিকারী আব্দুর রব বুবেল।

এসময় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশিক্ষণ কর্মকর্তা,অতিরিক্ত উপপরিচালবৃন্দ ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাবৃদ, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস,এসডিআই কর্মকর্তাবৃন্দ, আলীম ইন্ডাস্ট্রিজের কর্মকর্তাবৃন্দ, সিলেট নার্সারী কল্যাণ সংস্থার সদস্যবৃদ ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয় এবং ১০০ জন কৃষকদের মাঝে ৬ টি জাতের চারা বিতরণ করা হয়।

                                                     

 


Attachments
Publish Date
28/04/2024
Archieve Date
31/07/2024