মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বিভাগীয় গবেষণাগার সিলেট এর আয়োজনে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার ৫০ জন কৃষককে ২৬ জানুয়ারি২০২২ দিনব্যাপী “মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও মাঠ পর্যায়ে ভেজাল সার সনাক্তকরণ” বিষয়ে কৃষক প্রশিক্ষণ মৃত্তিকা ভবন, চন্ডিপুল, সিলেটের হল রুমে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী প্রশিক্ষণে কিভাবে মাঠ থেকে মাটি পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে হয়, কি কি উপকরণ ব্যবহার করতে হয়, মাটির নমুনা ব্যাগে কিভাবে লেবেল বা ট্যাগ লাগাতে হয়, সুষম সার ব্যবহারের সুফল এবং ভেজার সার চেনার উপায় ও প্রাসঙ্গিক অন্যান্য তথ্য পাওয়ার পয়েন্টে মাল্টি মিডিয়ার মাধ্যমে উপস্থিত কৃষকদের মাঝে উপস্থাপন করেন। প্রশিক্ষাণার্থীদের মাঝে কৃষি তথ্য সার্ভিস সিলেটের পক্ষ থেকে কৃষি বিষয়ক বিভিন্ন লিফলেট, ফোল্ডার ও করোনা কালীন সময়ে মাস্ক ব্যবহারের স্টিকার বিতরণ করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেণ- কৃষিবিদ মনফিক আহমদ চৌধুরী, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় কার্যালয়; কৃষিবিদ ড. মো. এনায়েৎ উল্লাহ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার; কৃষিবিদ ড. তপন কুমার সাহা, উর্ধŸতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার; মো. রোমানুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ও মো. বোরহান উদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা, বিভাগীয় গবেষণাগার, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট।
আ.ন.ম বোরহান উদ্দিন ভ‚ঞা ,কৃষি তথ্য সার্ভিস, সিলেট
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS