সিলেট অঞ্চলে বীজ বিক্রয় কলা-কৌশল শীর্ষক ডিলার প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বীজ বিপণন) সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত " বীজ বিক্রয় কলা-কৌশল শীর্ষক বীজ ডিলাদের বিএডিসি, কদমতলী, সিলেট এর প্রশিক্ষণ হলরুমে ১৮ মার্চ ২০২৩ খ্রি: প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. ইদ্রিছ মিয়া, অতিরিক্ত মহাব্যবস্থাপক (বীজ বিতরণ) বিএডিসি, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান, আঞ্চলিক বীজ প্রত্যয়ন
অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সি ,সিলেট অঞ্চল, সিলেট ।
প্রশিক্ষণ কর্মসূচীতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ সুপ্রিয় পাল, যুগ্ম পরিচালক (বীজ বিপণন),বিএডিসি, সিলেট; কৃষিবিদ আশুতোষ দাশ, উপপরিচালক (বীউ),বিএডিসি, সিলেট; কৃষিবিদ পরিতোষ চন্দ্রপাল, সিনিয়র সহকারী পরিচালক (বীজ উৎপাদন খামার) বিএডিসি, সিলেট; কৃষিবিদ আল ইমরান হাসান, সহকারী পরিচালক (বীউ) সিলেট।
উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে বীজ বিক্রয় কলা-কৌশল, বিএডিসি কর্তৃক উৎপাদিত বিভিন্ন ফসলের নতুন উচ্চ ফলনশীল ও হাইব্রিড জাত এবং বীজ আইন ও বিধি সম্পর্কিত বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে সিলেট অঞ্চল, সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার বিএডিসি বীজ ডিলারগণ উপস্থিত ছিলেন।
সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট