সংবাদ পরিবেশন : মো.জুলফিকার আলী, এআইসিও,কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত“মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ এবং সমন্বিত বাজার মনিটরিং” শীর্ষক বীজ উৎপাদনকারী ও স্টেকহোল্ডোরদের ১৭ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট এর প্রশিক্ষণ হলরুমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণেকৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সি ,সিলেট অঞ্চল, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিবিদ আহমেদ শাফী, পরিচালক, বীজ প্রত্যয়ন এজেন্সি, গাজীপুর।
প্রশিক্ষণেবীজ আইন ২০১৮, বাজার মনিটরিং, বীজের মান নিয়ন্ত্রণে আইনগত ভিত্তি, বীজ উৎপাদনের পদ্ধতি এবং মানসম্পন্ন বীজ উৎপাদনে উৎপাদনকারী এবং প্রত্যয়নকারীর ভ‚মিকা মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন- কৃষিবিদ মোঃ জালাল উদ্দিন, সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, সিলেট অঞ্চল, সিলেট।
উক্ত প্রশিক্ষণে বীজ প্রত্যয়ন এজেন্সির অঞ্চল ও জেলা পর্যায়ের কর্মকর্তা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং বীজ ডিলারগণসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS