সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর আয়োজনে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলার অডিটরিয়াম কক্ষে ১৩ অক্টোবর ২০২২ কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলার জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। প্রধান অতিথি বক্তব্যে বলেন- সিলেট অঞ্চলে প্রচুর জমি পতিত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী ১ ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না, খাদ্য সংকট মোকাবেলায় তেল ও ডাল ফসলসহ অন্যান্য কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে হবে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর সবসময় কৃষকদেরপাশে আছে। বর্তমান কৃষিবান্ধাব সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। কৃষকরা যাতে ভালো ফসল উৎপাদন করতে পারে তার জন্য সেচের ব্যবস্থা করা হয়েছে এবং আর্থিক সহযোগিতা হিসেবে ঋণ প্রদান করা হচ্ছে। তিনি উপজেলা নির্বাহী অফিসার-কে কৃষির সংশ্লিষ্ট সকল কাজে উপজেলা কৃষি অফিসার- কে সহযোগিতা প্রদানের নির্দেশ দেন
বিশেষ অতিথি হিসেবে সিলেট এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা বক্তব্যে বলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেটের পক্ষে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক ১৮ সেপ্টেম্বর ২০২২ তারিখে আয়োজিত “জেলা উন্ন্য়ন সমন্বয় কমিটি” সভায় ভোজ্য তেলের চাহিদা মেটানো ও আমদানি নির্ভরতা কমিয়ে বৈদিশিক মুদ্রা সাশ্রয় ও দেশীয় তেলের চাহিদা স্থানীয়ভাবে পূরণ করার প্রস্তাব উপস্থাপন করা হয়। উক্ত সভার সিদ্বান্ত মোতাবেক উপজেলা পরিষদের অর্থায়নে প্রতি উপজেলায় কমপক্ষে ১,০০,০০০/-(এক লক্ষ) টাকার সরিষার বীজ ক্রয় করে উপজেলার পতিত জমির মালিক/চাষীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। তিনি পতিত জমিতে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি এবং প্রাপ্ত সরিষার বীজ সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য উপস্থিত কৃষক-কষাণীদের অনুরোধ জানান।
কৃষক সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জের উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রায়হান পারভেজ রনি । অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিম আহমদ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টট ও সহকারী কমিশনার যারীন তাসনিম তাসিন, পল্লী বিদ্যুৎ এর ডেপুটি জেনারেল ম্যানাজার মৃণাল কান্তি চৌধুরীপ্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার ভাইস চেয়ারম্যান, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ; কৃষি তথ্য সার্ভিস, সিলেট এর আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ ফাহমিদা আক্তার; উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা; উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে সমাবেশে উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ৩০০ কৃষক-কৃষাণীকে প্রতিজনকে ০৩ কেজি হরে ৯০০ কেজি সরিষা বীজ বিনামূল্যে বিতরণ করা হয় এবং কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, সিলেট এর পক্ষ হতে বোরো মৌসুমে সেচ ব্যবস্থাপনা, কৃষি তথ্য সেবা, করোনা টিকা গ্রহণ ও অন্যান্য কৃষি বিষয়ক লিফলেট, স্টিকার, ফোল্ডার কৃষকদের মাঝে বিতরণ করা হয়। পরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় উপজেলায় একটা কৃষক দলকে পাওয়ার টিলার প্রদান করা হয়। বিতরণ কার্যক্রম শেষে উপপরিচালক মাঠ কার্যক্রম পরিদর্শন করেন। উক্ত অনুষ্টানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো.মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনা করেন।
সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী, এআইসিও ,কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS