আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬ সেপ্টেম্বর ২০২৩ শনিবার অতিরিক্ত পরিচলিক, সিলেট অঞ্চল, সিলেট এর সম্মেলন কক্ষে উপসহকারী কৃষি অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন শেষেহবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষক প্রশিক্ষণ ও পূর্বগড় হাওরে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কউন্সিল, ঢাকা বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা। সে মোতাবেক কৃষি সংশ্লিষ্ট সকল দপ্তর নিজ নিজ অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রাসরণ অনুবিভাগ), রবীন্দ্রশ্রী বড়–য়া বলেছেন, সিলেট অঞ্চলে কৃষি বিপ্লব ঘটাতে সরকারের পক্ষ থেকে আলাদা প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশে এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না সেই লক্ষে কৃষি মন্ত্রণালয় প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছে। তিনি বর্তমান জলবায়ুজনিত কৃষিতে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার পন্থা তুলে ধরেন। মাটির স্বাস্থ্য রক্ষায় জৈব সার ব্যবহার, শস্য নিবিড়তা বৃদ্ধি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এছাড়াও তিনি সম্প্রসারণবিদদের আরও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যেতে বলেন, যাতে খাদ্য নিরাপত্তা সঠিক থাকে। তিনি কৃষিবান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করেন এবং তা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকল পর্যায়ের কর্মকর্তাদের উদাত্ত আহ্বান জানান।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পূর্বগড় হাওরে অভিযোজন প্রক্রিয়ায় কৃষক এনামুল মিয়া, সিলু মিয়া ও সুলায়মান মিয়ার ১২৬ বিঘা চাষকৃত জমি পরিদর্শণ করেন।
কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকারসভাপতিত্বে কৃষকদের সাথে মতবিনিময় সভায় বিশেষ অতিথিরবীন্দ্রশ্রী আরও বলেন সিলেট অঞ্চলে আলাদা প্রকল্প গ্রহনের মাধ্যমে বেশি করে ধানকাটার মেশিন ও ট্রাক্টর কৃষকদের ৭০ ভাগ ভর্তুকি মূল্যে প্রদান করা হবে। তিনি বানিয়াচংয়ে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হওয়ায় স্থানীয় কৃষি অফিসার ও কৃষকদের ধন্যবাদ জানান।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এনামুল হক বলেন- আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক গ্রুপ গঠন, প্রশিক্ষণ ও প্রদর্শনি স্থাপনের মাধ্যমে হাওরের ৬বিঘা জমিতে গ্রীষ্মকালীন মরিচ চাষ করা হয়।এছাড়াও বেড পদ্ধতি মরিচ চাষ, মালচিং পদ্ধতিতে টমেটো চাষ, রিলে চাষাবাদ প্রযুক্তির আওতায় লাউ-মরিচ-করলা, লাউ-মরিচ-চালকুমড়া, টমেটো-নাগামরিচ চাষ এবং আন্তঃফসল চাষের অন্তর্ভূূক্ত লাউ-তরমুজ, লাউ-করলা, লাউ-চিচিঙ্গা চাষ করাহচ্ছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট;কৃষিবিদ মো. রকিব উদ্দিন, প্রকল্প পরিচালক, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প, ঢাকা;কৃষিবিদ মো. নূরে আলম সিদ্দিকী, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হবিগঞ্জ; এছাড়াও স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো. জুলফিকার আলী,এআইসিও , কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS