সংবাদ পরিবেশন : মো. জুলফিকার আলী, কৃষি তথ্য সার্ভিস, সিলেট
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (বারটান), আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জ এর উদ্যোগে “সুস্বাস্থ্যের জন্য ফলিতপুষ্টি” শীর্ষক সেমিনার অতিরিক্ত পরিচালকের কার্যালয়, সিলেট অঞ্চলের সম্মেলন কক্ষে ১৩ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনোয়ারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম। তিনি বলেন- সুষম ও বৈচিত্র্যপূর্ণ খাদ্যাভাস ও মেধাবী জাতি গড়তে সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। স্বাস্থ্যই সুখের মূল তাই সুস্বাস্থ্যের জন্য সবাইকে খাদ্যাভাসের বিষয়ে সচেতন হতে হবে। তিনি সুষম খাদ্য গ্রহণের তথ্যগুলো পাঠ্য-পুস্তকে ও গণমানুষের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন- বারটান প্রধান কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা রহমান ভূঞা।
সেমিনারে বারটান আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের আঞ্চলিক প্রধান মুশফিকুছ সালেহীন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ দীপক কুমার দাস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া।
সেমিনারে সিলেট জেলার ডিএই, ভোক্তা সংরক্ষণ, নিরাপদ খাদ্য অধিদপ্তর, এআইএস সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS