Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regional Workshop under Agricultural Mechanization Project through Integrated Management in Sylhet
Details

সংবাদ : জৃুলফিকার আলী, এআইসিও, সিলেট

সিলেটে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই) সিলেট অঞ্চল এর উদ্যাগে বুধবার মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সিলেট এর প্রশিক্ষণ হলে ০১ জানুয়ারি দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিএই খামার বাড়ী ঢাকার সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ সরকার শফি উদ্দিন আহমদ।

ডিএই সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডিএই সিলেট এর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, ডিএই সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার জালাল উদ্দিন সরকার, বারি, আকবরপুর, মৌলভীবাজারের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল।

কর্মশালায় বক্তারা বলেন, বাংলাদেশে বর্তমানে কৃষি শ্রমিকের সংকট বেড়েই চলছে। এর অন্যতম কারণ হলো বিশ্বের বিভিন্ন দেশে আমাদের যুবকরা কাজের খোঁজে পাড়ি জমাচ্ছেন। যার ফলে কৃষি উৎপাদন খরচ অধিক হারে বৃদ্ধি পেয়েছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকরা কৃষি কাজ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ বিশাল জনগোষ্টির খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বাজায় রাখার জন্য কৃষি যান্ত্রিকীকরণ সময়োপযোগী একটি পদ্ধতি। কৃষি যান্ত্রিকীকরণের ফলে সময় এবং আর্থিক ব্যয় অনেকাংশে কমানো সম্ভব। সরকার কৃষি যন্ত্র ক্রয়ের ক্ষেত্রে কৃষকদের জন্য বিশেষ ভর্তুকীর ব্যবস্থা রেখেছেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন, ডিএই সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রনালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; কৃষি যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি; স্থানীয় কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতিনিধি ও যন্ত্র ব্যবহারকারী কৃষক।

গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মাশরেফুল আলমের পরিচালনায় কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কৃষি অফিসার তৌফিক হোসেন খান, গীতা পাঠ করেন মনোরঞ্জন অধিকারী, উপজেলা কৃষি অফিসার, দিরাই। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পের উপ প্রকল্প পরিচালক শফিকুল আলম।

Attachments
Publish Date
01/01/2025
Archieve Date
31/03/2025