Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regional Workshop on Citrus Fruits in Sylhet
Details
মো. জুলফিকার আলী, এআইসিও, কৃতসা, সিলেট
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে  জেলা পরিষদ অডিটরিয়াম, সিলেটে   ২০/০৫/২০২৪ ইংতারিখে “লেবু জাতীয় ফলের আঞ্চলিক কর্মশালা”   অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটওয়ারী, পরিচালক , সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. আক্তরুজ্জামান. অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃমিল্লা; কৃষিবিদ মো.মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট; মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষিবিদ ড. মো. ফারুক আহমদ, প্রকল্প পরিচালক।

কর্মশালায় সিলেট এবং কুমিল্লা অঞ্চলের লেবুজাতীয় ফসলের প্রদর্শনী স্থাপনের পূর্বে আবাদ পরিস্থিতি ও প্রদর্শনী স্থাপনের পরবর্তি সময়ে আবাদ পরিস্থিতি এবং উৎপাদন পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি কয়েকজন লেবুজাতীয় ফসলের অগ্রসরমান কৃষক তাদের অভিজ্ঞতা এবং সাফল্য কর্মশালায় তুলে ধরেন।

লেবু জাতীয় ফসলের স¤প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প", খামারবাড়ি, ঢাকার অর্থায়নে এবং অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেটের আয়োজনে কর্মশালায় দু’অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অগ্রসরমান সফল কৃষক মিলে প্রায় ১০০জন অংশগ্রহণ করেন। 


Attachments
Publish Date
21/05/2024
Archieve Date
30/06/2024