Title
Regional Workshop on Citrus Fruits in Sylhet
Details
মো. জুলফিকার আলী, এআইসিও, কৃতসা, সিলেট
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম, সিলেটে ২০/০৫/২০২৪ ইংতারিখে “লেবু জাতীয় ফলের আঞ্চলিক কর্মশালা” অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটওয়ারী, পরিচালক , সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জনাব মো. মাহবুবুল হক পাটওয়ারী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়। বিষেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ মো. আক্তরুজ্জামান. অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,কৃমিল্লা; কৃষিবিদ মো.মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট; মূল প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষিবিদ ড. মো. ফারুক আহমদ, প্রকল্প পরিচালক।
কর্মশালায় সিলেট এবং কুমিল্লা অঞ্চলের লেবুজাতীয় ফসলের প্রদর্শনী স্থাপনের পূর্বে আবাদ পরিস্থিতি ও প্রদর্শনী স্থাপনের পরবর্তি সময়ে আবাদ পরিস্থিতি এবং উৎপাদন পরিস্থিতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন। পাশাপাশি কয়েকজন লেবুজাতীয় ফসলের অগ্রসরমান কৃষক তাদের অভিজ্ঞতা এবং সাফল্য কর্মশালায় তুলে ধরেন।
লেবু জাতীয় ফসলের স¤প্রসারণ ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প", খামারবাড়ি, ঢাকার অর্থায়নে এবং অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেটের আয়োজনে কর্মশালায় দু’অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও অগ্রসরমান সফল কৃষক মিলে প্রায় ১০০জন অংশগ্রহণ করেন।