Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Regional workshop of Flood Reconstruction Emergency Assistance Project (FREP) held in Sylhet
Details

সিলেট সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরের ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি এসিস্ট্যান্টস প্রকল্প (ফ্রিপ) এর আওতায় সিলেট নগরীর অভিজাত হোটেল মেট্রো এর হলরুমে আঞ্চলিক কর্মশালা বুধবার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ ইউং) ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান । তিনি বক্তব্যে বলেন- কৃষি উন্নয়ন ও সমৃদ্ধির জন্য একটি বিরাট সম্ভাবনা। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার সব সময় আন্তরিক। সরকার গৃহীত বিভিন্ন কৃষি প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশের খাদ্য ঘাটতি মোকাবিলাসহ নিত্য নতুন ফসল বিদেশে রপ্তানী করতে কৃষির উন্নয়ন অনস্বীকার্য। তিনি প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে কৃষির উন্নয়নে কাজ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

কর্মশালায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফ্রিপ প্রকল্পের প্রজেক্ট ডাইরেক্টর ড.তৌফিকুর রহমান।  উপস্থাপনায় জানানো হয়- তিন বছর মেয়াদী ৩ শত কোটি টাকা ব্যয়ের ফ্রিপ প্রকল্পটি আগামী ২৬ সালের মার্চে শেষ হবে। প্রকল্পটি হাওর জেলা ৭টি সহ সিলেটের চার জেলায় চলমান রয়েছে। এ প্রকল্পের ইতিমধ্যে ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে । এ প্রকল্পে সোলার সিষ্টেমের মাধ্যমে সেচ সুবিধা, পতিত জমিতে উৎপাদন, আধুনিক চাষাবাদ, কৃষি যান্ত্রিকীকরনের মাধ্যমে ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার সুব্রত দেব নাথের উপস্থাপনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মোছা. কোহিনুর বেগম; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপ পরিচালক মো. আক্তারুজ্জামান, মৌলভীবাজারের উপপরিচালক শামসুদ্দিন আহমদ, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, মৌলভীবাজারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল; আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার জালাল উদ্দিন প্রধান।

দিনব্যাপী দনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের ডিএই, এআইএস, ব্রি, কর্মকর্তাবৃন্দ সংশ্লিষ্ঠ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রগতিশীল কৃষকবৃন্দ ১০০ জন অংশগ্রহণ করেন।

Attachments
Publish Date
19/02/2025
Archieve Date
31/03/2025