সমলয় প্রদর্শনীরশস্য কর্তন ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ পরিবেশনে: মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট সদর, সিলেট এর আয়োজনে সিলেটের সদর উপজেলায় মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁওয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বাস্তবায়িত ৫০ একর আমন ধানের সমলয় চাষাবাদ (ঝুহপযৎড়হরংবফ ঈঁষঃরাধঃরড়হ) প্রদর্শনীর কম্বাইন হারভেস্টার দ্বারা শস্য কর্তন ও কৃষক সমাবেশ ২১ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে শেখ রাসেল হাসান, জেলা প্রশাসক, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। তিনি বলেন- সার ও বীজের সহজ প্রাপ্যতার কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। উৎপাদন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার ও বীজসহ অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি দিয়ে যাচ্ছেন। যা বাংলাদেশের অতীত ইতিহাসে আগে কখনো হয়নি। সে কারণে ২০০৮ সালের থেকে বর্তমানে সামগ্রিক কৃষিতে উৎপাদন প্রায় চারগুণ বৃদ্ধি পেয়েছে। এটা সম্ভব হয়েছে কৃষিবান্ধব সরকার ব্যবস্থার কারণে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন; কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা; সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার; উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অপূর্ব লাল সরকার ও উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুন নাহার প্রমূখ।পরে বিভাগীয় কমিশনার স্থানীয় কৃষকের জমির ধান কাটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জমিতে সরিষার বীজ বপন করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS