Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
meeting at sunamganj about boro rice production
Details

০২ এপ্রিল, ২০২৩ তারিখ দুপুর ১২.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠে দন্ডায়মান বোরো ধানের সার্বিক অবস্থা ও কর্তন পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জনাব দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। এসময় জনাব বিমল চন্দ্র সোম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ এর  সঞ্চালনায় সকল উপজেলা কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জুম প্লাটফর্মে উপজেলা নির্বাহী অফিসারগণ সংযুক্ত ছিলেন। উল্লেখ্য, সুনামগঞ্জ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২,২২,৩০০ হেক্টর। অর্জন হয়েছে ২,২২,৭৯৫ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪৯৫ হেক্টর বেশি। এই মুহূর্তে মাঠে বোরো ধানের স্থর বুটিং, দুধ অবস্থা এবং দানা অবস্থায় আছে। আগামী ১৫ এপ্রিল থেকে পুরোপুরিভাবে বোরো ধান কর্তন শুরু হবে। মাঠে বর্তমানে ফসলের অবস্থা ভালো। বিভিন্ন উপজেলায় ভর্তুকির আওতায় ৬৬৫টি সচল কম্বাইন হারভেস্টার আছে। তাছাড়া এ মাসের মধ্যে আরও কিছু কম্বাইন হারভেস্টার ভর্তুকির মাধ্যমে বিতরণ করা হবে। বোরো ধান কর্তনে সুনামগঞ্জ জেলায় শ্রমিকের কোন সংকট হবে না। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল পাওয়া যাবে বলে আশা করা যায়।

Images
Attachments
Publish Date
02/04/2023
Archieve Date
31/05/2023