Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
A meeting was held in Sylhet to compensate for the damage caused by the flood
Details

বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত  

সংবাদ পরিবেশনে: মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর আয়োজনে বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, উপপরিচালক, ডিএই, সিলেট এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. শওকত ওসমান, অতিরিক্ত পরিচালক (দানাদার ও তেল ফসল), ডিএই, ক্রপস্ উইং, ঢাকা; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. হাবিবউল্লাহ্, অতিরিক্ত পরিচালক (অর্থকরী ফসল), ক্রপস্ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা; কৃষিবিদ মো.মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক ,ডিএই, সিলেট অঞ্চল, সিলেট। এছাড়াও উপস্থিত ছিলেন-কৃষিবিদ মোহাম্মদ নাসিরউদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রগাম, সিলেট;  কৃষিবিদ দীপক কুমার দাস, জেলা প্রশিক্ষণ অফিসার; কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক, ডিএই, সিলেট। 

মতবিনিময়কালে প্রধান অতিথি বলেন-সিলেট অঞ্চলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢালের প্রবল চাপে কয়েক দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সাম্পতিক বন্যার ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে চলতি মৌসুমের লক্ষ্যমাত্র অর্জনে কৃষি বিভাগ নিরলস কাজ করে যাচ্ছে। জেলা, উপজেলা ও মাঠ পর্যায়ে কর্মরত কর্মর্তাদের আগামী রবি মৌসুমে কর্ম-পরিকল্পনা প্রনয়ন করে কাজ করার জন্য আহবান জানান।  

সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপপরিচালকের কার্যালয়, ডিএই,সিলেট এর প্রশিক্ষণ হল রুমে উপসহকারী কৃষি কর্মকর্তাগণের ০২(দুই) দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণকারী  উপসহকারী কৃষি কর্মকর্তাগণের সাথে প্রধান অতিথি মতবিনিময় করেন।

পবর্তীতে সিলেট জেলার বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় সাম্প্রতিক বন্যায় চলতি আমন মৌসুমের মাঠ ফসরের ক্ষয়-ক্ষতি এবং কৃষি পুনর্বাসন কর্যক্রমের তথ্যদি সরেজমিন পর্যবেক্ষণ ও  বীজতলা পরিদর্শন করেন। বালাগঞ্জ উপজেলার আয়োজনে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে ০৪ সেস্টেম্বর তারিখে ০২(ব্যাচ) কৃষক প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের সাথে সাম্পতিক বন্যায় ক্ষয়-ক্ষতি পুষিয়ে নিতে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে  ব্রিধান৭৫ ও বিনাধান-১৭ জাতের বীজ ০৫ কেজি, ডিএপি সার ০৫ কেজি, এমওপি ১০ কেজি এবং ১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগস্থ ক্ষুদ্র ও প্রান্তিক ১৩০০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়। তারপর  পার্টনার প্রকল্পের আওতায় বিনামূল্যে কৃষি উপকরণ বীজ সংরক্ষণ প্রাত্র কৃষকদের মাঝে বিতরণ করনে। 


                           


Attachments
Publish Date
05/09/2024
Archieve Date
30/09/2024