সংবাদ : মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস শাল্লা, সুনামগঞ্জ এর আয়োজনে ২২ জানুয়ারি ২০২৪ খ্রি. তারিখে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক প্রশিক্ষণ ও মাঠদিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট। তিনি উপস্থিত কৃষকদের উদ্দেশ্যে নিরাপদ ফসল উৎপাদনে জৈব কৃষির ব্যবহারের আহ্বান জানিয়ে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ধারণা প্রদান করেন।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিভিন্ন সবজির মাঠ পরিদর্শণ করেন।
উপজেলা কৃষি অফিসার জানান শাল্লা উপজেলায় এবছর ১৭৫০ হেক্টর জমিতে রবি মৌসুমে সবজির আবাদ হয়েছে। সঠিক প্রশিক্ষণের কারণে সবজি চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। হাওরে এবছর প্রায় ২২০০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের উফসী ও হাইব্রিড ধানের চাষাবাদ করা হয়েছে। পোকামাকড়ের আক্রমণ কম বিধায় তিনি ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ বিমল চন্দ্র সোম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ।বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ মো. নাসির উদ্দিন, সিনিয়র মনিটরিং অফিসার (পার্টনার প্রকল্প) সিলেট অঞ্চল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা কৃষি অফিসার, শাল্লা, সুনামগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS