Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Young farmer Juned is happy to earn Rs 20,000 in cucumber cultivation
Details

সংবাদ পরিবেশনে:  মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,  সিলেট

স্বল্পমেয়াদে বেশি ফলন পাওয়া যায় এমন উন্নত জাতের শসা চাষ করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলারতরুণ কৃষক জুনেদ আহমদ। শসা চাষে বাম্পার ফলনে তিনি খুশি হয়েছেন। মাত্র ৩ মাসের পরিশ্রমে শসা বিক্রি করে তিনি লক্ষাধিক টাকা আয় করেছেন।শসার আশানুরূপ ফলনে জুনেদের চোখে-মুখে হাসিরঝলক লক্ষ করা যাচ্ছে।

তরুণ কৃষক জুনেদ আহমদ গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামের বাসিন্দা। কৃষি বিভাগের সহযোগিতায় তিনি উন্নত জাতের শসা চাষ করে সফল হয়েছেন। তার উৎপাদিত শসা স্থানীয় বাজারে সরবরাহের পাশাপাশি বিভিন্ন গ্রামের ক্রেতারাও এসে কিনে নিচ্ছেন।তার সফলতা দেখে অনেক কৃষক শসা চাষে আগ্রহী হচ্ছেন।

জানা যায়, ৪৫ শতক জমিতে শসার বীজ রোপণ করে চারা একটু বড় হওয়ার পর পরিচর্যার মাধ্যমে ধীরে ধীরে বেড়ে উঠে শসাগাছ। জমি তৈরি, বীজ সংগ্রহ ও সার শ্রমিক সবমিলিয়ে খরচ হয়েছে ২০ হাজার টাকা। এখন পর্যন্ত লক্ষাধিক টাকার শসা বিক্রি হয়েছে। সকল খরচ বাদ দিয়ে দেড় লাখ টাকা লাভ হবে। আগামীতে আরো বেশি জমিতে শসার আবাদ করবেন বলে জানান। খুব কম সময়ে স্বল্প খরচে অল্প পরিশ্রমে এবং স্বল্প পুঁজিতে শসার ভালো ফলন পাওয়া যায় বলে শসা চাষে কৃষকদের এগিয়ে আসার আহ্বান জানান কৃষক জুনেদ। শসার পাশাপাশি তিনি আরো ৪৫ শতক জায়গাতে টমেটো চাষ করেছেন। সেখানেও ভালো ফলনে লাভের আশা দেখছেন তরুণ এই কৃষক। গত বছর দুই বিঘা জমিতে টমেটো চাষ করে ভালো মুনাফা পেয়েছেন। তাকেঅনুসরণ করে এ বছর অনেকে টমেটো চাষে আগ্রহী হয়েছে।



                                       





Images
Attachments
Publish Date
27/12/2023
Archieve Date
31/03/2024