Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Inauguration of 50 Acre Block Demonstration in Synchronous Cultivation through Transplanter
Details

ট্রান্সপ্লান্টারের মাধ্যমে সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনী উদ্বোধন

এই প্রথম রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের সুন্দাউরা গ্রামে ধান রোপণের উদ্বোধন করা হয়েছে। প্রণোদনার আওতায় প্রদর্শনীর অংশ হিসেবে ধানের বীজ রোপণ, চারা রোপণ, সার ও ধান কর্তন পর্যন্ত তদারকি করবে উপজেলা কৃষি অফিস। কৃষকরা সেচ, জমি তৈরি ও শ্রম দিয়ে তাদের জমির ধান ঘরে তুলতে পারবেন।

২০২৩-২৪ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপনের উদ্বোধন করেন আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, বিভাগীয় কমিশনার, সিলেট। 

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল হাসান,জেলা প্রশাসক, সিলেট। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ খায়ের উদ্দিন মোল্লা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিলেট।

সুন্দউরা গ্রামের ৩৯জন কৃষকের ৫০ একর জমিতে এই সমলয় প্রদর্শনী স্থাপন করা হচ্ছে। সাড়ে ৪ হাজার ট্রেতে প্রদর্শনীর ৩শ কেজি হাইব্রিড ধানের বীজ রোপণ করা হয়েছে। প্রদর্শনীর জমিতে সাড়ে ৪ হাজার কেজি ইউরিয়া, ২ হাজার কেজি ডিএপি ও আড়াই হাজার কেজি এমওপি সার প্রণোদনায় দেওয়া হয়েছে।

মোঃ আব্দুল মতিন,উপজেলা কৃষি কর্মকর্তা, কোম্পানীগঞ্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সুনজিত কুমার চন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোম্পানীগঞ্জ;সুমাইয়া ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি),কোম্পানীগঞ্জ; গোলাম দস্তগীর আহমদ, ওসি, কোম্পানীগঞ্জ থানা; ইকবাল হোসেন ইমাদ, চেয়ারম্যান, দক্ষিণ রণিখাই ইউনিয়ন পরিষদ প্রমূখ। কৃষকদের পক্ষ থেকে আজমান হোসেন সেলিম,সমলয়েরগ্রুপ লিডার, সমলয়চাষাবাদ নিয়ে অভিমত ব্যক্ত করেন।


মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট





Attachments
Publish Date
17/01/2024
Archieve Date
31/03/2024