Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Discussion meeting with watermelon farmers in Jaintapur
Details


 সংবাদ পরিবেশনে:   মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জৈন্তাপুর, সিলেট কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে মাঠে স্থাপিত তরমুজ প্রদর্শনী চাষিদের সাথে মতবিনিময় সভা ২৯ শে ডিসেম্বর ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিরাখাই গ্রামে অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি মো. মাহবুবুল হক পাটোয়ারী, অতিরিক্ত সচিব, পরিকল্পনা অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, তিনি বলেন- বর্তমান সরকার কৃষি ক্ষেত্রে উন্নয়নে সর্বাধিক গুরুত্বারোপ করছে। দেশের প্রতিটি অঞ্চলে পতিত জমি চাষাবাদের আওতায় এনে এবং তাদের উচ্চ মূল্যের ফসল উৎপাদন করে কৃষক ও কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভায় অতিথিবৃন্দ স্থানীয় কৃষকদের সাথে কৃষি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় কৃষকেরা কৃষি ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতার ও সমস্যার কথা গুলো তুলে ধরেন। প্রধান অতিথি সব সমস্যার বিষয়ে অবগত হন এবং পতিত জমিকে চাষের আওতায় আনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি উন্নয়ম প্রকল্পের আওতায় উপজেলার ১৪০ হেক্টর জমিতে তরমুজের আবাদ করা কৃষকদের সাথে কথা বলেন।

প্রকল্প পরিচালক মো রকিব উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ এনামুল হক, যুগ্ম সচিব, পরিকল্পনা-২ অধিশাখা;  তাসলিমা আহমেদ পলি, উপ সচিব, পরিকল্পনা-৫ অধিশাখা, কৃষি মন্ত্রণালয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কৃষিবিদ মো. মতিউজ্জামান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল, সিলেট। 

পূর্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষক পর্যায়ে ৫ বিঘা জমিতে প্রদর্শনী দেয়া স্থানীয় কৃষকেরা উদ্বুদ্ধ হয়ে নতুন করে পতিত জমি চাষে আগ্রহ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও দীর্ঘদিন বিরাখাই এলাকায় স্থায়ী পতিত জমিতে যেখানে শন বিন্নাউরায় ভর্তি থাকতো, সে জায়গায় ৬০ বিঘা জমিতে চলতি মৌসুমে তরমুজ ও নাগামরিচের আবাদ করা হয়েছে বলে উপজেলা কৃষি কর্মকর্তা জানান। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মো আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট এর অতিরিক্ত উপ পরিচালক (পিপি) মো. আনিসুজ্জামান, জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার, ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওউপসহকারী কৃষি কর্মকর্তাগণ এবংপ্রদর্শনী প্রাপ্ত কৃষক কামরান আহমেদ।


Attachments
Publish Date
03/01/2024
Archieve Date
31/03/2024