Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Inauguration of National Rodent Control Campaign/2024 Region, District and Upazila Level 2023 Award
Details

জাতীয় ইঁদুর দমন অভিযান /২০২৪ অঞ্চল, জেলা ও উপজেলা পর্যায়ের উদ্বোধন

২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

সংবাদ পরিবেশন : মো.জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’- এ প্রতিপাদ্য নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় ইঁদুর দমন অভিযান/ ২০২৪ এর কর্মসূচী সুষ্ঠু ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এডিএই অফিস, সিলেট এর হলরুমে উদ্বোধণী ও আলোচনা সভা এবং ২০২৩ এর পুরস্কার বিতরণী ২৮ অক্টোবর তারিখে অনুষ্ঠিত হয় । 

উক্ত অনুষ্ঠানে সিলেট জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা এর সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান। তিনি জাতীয় ইঁদুর দমন অভিযান/২০২৪ এর কর্মসূচী উদ্বোধন করেন। তিনি বলেন- প্রতি বছর এক মাসব্যাপী ইঁদুর দমন অভিযান সারাদেশে একযোগে পরিচালনা করা হয়ে থাকে। ইঁদুর অত্যন্ত চতুর, নিশাচর ও নীরব ধ্বংসকারী প্রাণী, এরা প্রায় ১০ শতাংশ ধান, গম খেয়ে ফেলে ও নষ্ট করে। ইঁদুরের প্রজনন শুরুর পূর্বেই ইঁদুর নিধন করা দরকার। তাই আমন মৌসুমে ইঁদুর দমনের উপযুক্ত সময় ভাদ্র থেকে মধ্য কার্তিক। এসময় সবাই মিলে একযোগে বেশি জায়গার ইঁদুর নিধনের আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এর সংখ্যা কমিয়ে আনা সম্ভব। ইঁদুর দ্বারা ফসলের যে ক্ষতি হয় তা কমানো গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে, অন্যদিকে আয়ও বাড়বে। 

জাতীয় ইঁদুর দমন অভিযান/২০২৪ এর বিষয়বস্তুর উপর উপস্থাপন করেন- সিলেট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আনিছুজ্জামান। উপস্থপনায় জানানো হয়- কৃষক, কৃষাণী, ছাত্রছাত্রী, বেসরকারি প্রতিষ্ঠান, আইপিএম/আইসিএম এসব ক্লাবের সদস্য, সিআইজি, ডিএই এর বিভিন্ন কৃষক দল, স্বেচ্ছাসেবী সংস্থাগুলোসহ সর্বস্তরের জনগণকে ইঁদুর দমনে উদ্বুদ্ধ করতে হবে। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড. কাজী মোহাম্মদ মজিবুর রহমান; সুনামগঞ্জ জেলার কৃষি সস্প্রসারণ অধিদপ্তর এর উপপরিচালক কৃষিবিদ বিমল চন্দ্র সোম; মৌলভীবাজার জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ।

ইঁদুর নিধন অভিযান ২০২৩ এর পুরষ্কার প্রাপ্তদের হাতে পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও নদগ অর্থ তুলে দেন কৃষি সম্প্রসারণ অধিপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান । অনুষ্ঠানে এ বছর অঞ্চল পর্যায়ে সর্বোচ্চ ইঁদুর নিধনকারী মনোনীত পুরস্কার প্রাপ্ত ব্যাক্তি/ প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে উপজেলা কৃষি অফিস, বাহুবল, হবিগঞ্জ; শিক্ষা প্রতিষ্ঠান হাজী আঃ খালিক উচ্চ বিদ্যালয়, উপজেলা: ছাতক, সুনামগঞ্জ; ৩ জন  উপসহকারী কৃষি কর্মকর্তা ও ৪ জন ইঁদুর নিধনকারী কৃষক।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট অঞ্চলে আওতাধীন কৃষি তথ্য সার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবন্দ, উপজেলা কৃষি অফিসারবৃন্দ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষক- কৃষণী প্রমূখ।



Attachments
Publish Date
29/10/2024
Archieve Date
31/12/2024