Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Field day of 'Organic Agriculture' exhibition held at chhatak
Details

সংবাদ পরিবেশনে :  মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক, সুনামগঞ্জ এর আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের খরিদিরচর  গ্রামে ২৮ ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখে সুন্দরী জাতের টমেটোর জমিতে ‘জৈব কৃষি’ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

মাঠ দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য হলো শীতকালীন সবজি চাষে ‘জৈব কৃষি’ প্রদর্শনীর মাধ্যমে নিরাপদ সবজি  উৎপাদন বৃদ্ধি করা, টমেটোর চাষাবাদ পদ্ধতি ও জাত পরিচিতি ও সম্প্রসারণ এবং রোগ ও পোকামাকড়  দমনে ‘জৈব কৃষি’ প্রযুক্তি ব্যবহার করা।

মাঠ দিবসে কৃষিবিদ তৌফিক হোসেন খান, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ বিমল চন্দ্র সোম, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জ। তিনি বলেন- নিরাপদ খাদ্য উৎপাদনে ‘জৈব কৃষি’ অর্থাৎ ‘অর্গানিক এ্যাগ্রিকালচারের’ কোনো বিকল্প নেই।আমাদের এমন কৃষি প্রযুক্তি গ্রহণ করতে হবে, যা একই সঙ্গে কৃষক ও পরিবেশবান্ধব হয়। জৈব কৃষিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করা হয়। জৈব কৃষি পদ্ধতিতে মাটি সব সময় উর্বর থাকে এবং এই উর্বরতা বৃদ্ধি পেতে থাকে। তিনি আরও বলেন- সরকারি ও বেসরকারি উদ্যোগে জৈব পদ্ধতিতে চাষাবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। সবজি ক্ষেতে ‘আইপিএম পদ্ধতির’ বা ‘সমন্বিত বালাই ব্যবস্থাপনার’ মাধ্যমে বালাই দমন, উপকারী পোকার লালন ও  সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করার জন্য উপস্থিত কৃষকগণকে  উদাত্ত আহবান জানান । 

মাঠ দিবসের পূর্বে আগত কৃষকদের সাথে প্রধান অতিথি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সুন্দরী জাতের টমেটো ক্ষেতে ‘জৈব কৃষি’ প্রদর্শনীর মাঠ পরিদর্শন করেন। পরে প্রদর্শনীভূক্ত কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন। মাঠ দিবসে স্থানীয় কৃষক ও কৃষাণীসহ প্রায় ৮০ জন উপস্থিত ছিলেন।






Attachments
Publish Date
02/01/2024
Archieve Date
31/03/2024