কৃষি মন্ত্রণালয়ের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২১-২২ এর কার্যক্রম ৩.৩ এর আওতায় অংশীজনের অংশগ্রহনে ডিএই, সিলেট অঞ্চলের আয়োজনে ১৩ নভেম্বর ২০২১ তারিখ অতিরিক্ত পরিচালক ডিএই, সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব ওয়াহিদা আক্তার, অতিরিক্ত সচিব (প্রশাসন), বিশেষ অতিথি ছিলেন, জনাব ড.হুমায়রা সুলতানা, যুগ্মসচিব (বাজেট ও মনিটরিং) কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
অনুষ্ঠানে সিলেট বিভাগের বাজার ব্যবস্থা, সেচ ব্যবস্থা, চলতি বোরো মৌসুমে সারের এবং বীজের কোন ঘাটতি বা কোন প্রকার সমস্যা আছে কিনা সেসব বিষয়ে বিষদ আলোচনা হয়। আলোচনায় জানা যায় সার এবং বীজের কোন ঘাটতি নেই। তবে আমন মৌসুমে টিএসপি সারের বরাদ্দ বিশেষ করে সিলেট জেলার জন্য বাড়ানোর এবং বিএডিসি’র মাধ্যমে বরাদ্দ প্রদানের অনুরোধ জানান হয়। অনুষ্ঠানে সিলেট জেলার বিসিআইসি’র সার ডিলার, বীজ ডিলার, কৃষক প্রতিনিধি এবং কৃষি মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ প্রায় ৬০জন উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জনাব, দিলীপ কুমার অধিকারী, অতিরিক্ত পরিচালক, ডিএই সিলেট অঞ্চল, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS