Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Nationwide revolution should be made by increasing the production of leguminous crops through agricultural entrepreneurship
Details

কৃষি উদ্যোক্তার মাধ্যমে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করে দেশব্যাপী বিপ্লব ঘটাতে হবে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চল, সিলেট কর্তৃক আয়োজিত লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা- ২০২২-২৩ (সিলেট ও কুমিল্লা অঞ্চল) সিলেট জেলা পরিষদের মিলনায়তনে ২৫ ফেব্রুয়ারি ২০২৩  অনুষ্ঠিত হয়।

উক্তকর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কৃষিবিদ ড.মো. রেজাউল করিম,পরিচালক, উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তিনি বলেন- কৃষি উদ্যোক্তাদের মাধ্যমে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করে দেশব্যাপী বিপ্লব ঘটাতে হবে। এগুলোর প্রসার ও উন্নয়নে সবাইকে আন্তরিক হতে হবে। সাইট্রাস বা লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবু চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে রপ্তানির যোগ্যতা অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে কৃষক সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। দেশে মাল্টা, বাতাবি লেবু, কমলা, এলাচি লেবু, জারা লেবু, কলম্বো লেবু, সাতকরাসহ নানা ধরনের লেবুজাতীয় ফল রয়েছে। ভিটামিন সি-এর প্রধান উৎস হলো লেবু জাতীয় ফসল। উৎপাদন বাড়িয়ে আমাদের দেশের লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে।

গোয়াইনঘাট উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনির উপস্থাপনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের পরিচালক কৃষিবিদ ড. ফারুক আহমদ। উক্ত কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক, কৃষিবিদ ড. মোহিত কুমার দে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আঞ্চলিক বীজ  প্রত্যয়ন অফিসার কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালককৃষিবিদ মো.মিজানুর রহমান;  সিলেটের উপ-পরিচালককৃষিবিদ খয়ের উদ্দিন মোল্লা, সিলেট অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ কাজী মোহাম্মদ মজিবুর রহমান প্রমুখ।

উক্ত কর্মশালায় সিলেট ও কুমিল্লা 'অঞ্চলের প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত প্রদর্শনী স্থাপন, মাঠদিবস ও কৃষক প্রশিক্ষণ, দল গঠনসহ গত অর্থ বছরের লক্ষ্যমাত্রা ও অর্জন এবং চলতি অর্থ বছরের কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট ও কুমিল্লা 'অঞ্চলের ডিএই, ব্রি,বারি, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, এসসিএ, বিনা, এসআরডিআই এর কর্মকর্তাবৃন্দ এবং প্রদর্শনীভূক্ত কৃষকসহ ১০০ জন অংশগ্রহণ করেন।  

মো.জুলফিকার আলী, এআইসিও,কৃষি তথ্য সার্ভিস, সিলেট


Attachments
Publish Date
26/02/2023
Archieve Date
31/03/2023