Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Two-day training of beekeepers completed in Kamalganj
Details

কমলগঞ্জেদু’দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ সমাপ্ত


সংবাদ পরিবেশন : আ.ন.ম বোরহান উদ্দিন ভূঞা, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় এবং সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর যৌথ আয়োজনে মৌলভীবাজারে বালাইনাশকের নিরাপদ ও যুক্তিযুক্ত ব্যবহার, সঠিক প্রয়োগ পদ্ধতি এবং পলিনেটর নিরাপত্তার উপর ২ দিনব্যাপী মধুচাষীদের প্রশিক্ষণ ২৫ নভেম্বর ২০২৩ খ্রি: বিকেলে সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি অফিস,কমলগঞ্জের প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।


কমলগঞ্জ উপজেলায় পাঁচ শতাধিক মধুচাষী রয়েছেন। মধু চাষের বিশাল সম্ভাবনাও রয়েছে,এ উপজেলা থেকে বছরে প্রায় এক কোটি টাকার মধু বিক্রি হয়। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে বেকারত্ব দুরীকরণসহ প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হবে আর আর্থিকভাবে সাবলম্বী হয়ে উঠবে বিপুল সংখ্যক চাষী। কমলগঞ্জের মধুচাষীদের আরও দক্ষ করে গড়তে এ উপজেলায় সরকারিভাবে মধুচাষীদের নিয়মিত প্রশিক্ষণ, ডিজিটাল মৌবাক্স সরবরাহ করা, একটি মধু প্রক্রিয়াজাতরণ ব্যবস্থা এবং মধু চাষ প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের দাবি জানান বক্তারা।


প্রধান অতিথি হিসেবে কৃষিবিদ শামছুদ্দিন আহমদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র প্রদান করেন। প্রশিক্ষণে কমলগঞ্জ উপজেলার ৩০ জন মধুচাষী অংশগ্রহন করেন।দু’দিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের বিশিষ্ট মৌ-বিশেষজ্ঞ ও শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন, সহযোগি অধ্যাপক মোছা: মুনজুরি আকতার ও মোছা: সালমা আকতার।কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়ের সভাপতিত্বে ও প্রোগ্রাম সমন্বয়কারী সিনজেনটা বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ (পিএইচডি) এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠান পরিচালনা করা হয়।


অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহন করেন অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার বিশ্বজিত রায়, কমলগঞ্জ; ক্ষুদ্র ও কুঠির শিল্প উন্নয়ন পরিষদের সভাপতি, লেখক-গবেষক আহমদ সিরাজ; সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা মধুচাষী উন্নয়ন পরিষদের সভাপতি আলতাফ মাহমুদ বাবুল প্রমুখ। 


প্রশিক্ষণ শেষে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এর অর্থায়নে শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয় কর্তৃক বাস্তবায়িত মৌমাছির রোগ ও পোকামাকড় এর জরিপ কার্যের অংশ হিসেবে ফোকাস গ্রুপ ডিসকাশন অনুষ্ঠিত হয়। শেরেবাংলা কৃষি বিশ^বিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার বিশ্বজিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়।


আ.ন.ম বোরহান উদ্দিন ভূঞা, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট

Attachments
Publish Date
29/11/2023
Archieve Date
31/03/2024