সংবাদ : পরিবেশনে: মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
ওসমানীনগর উপজেলা প্রশাসন ও কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে তেল জাতীয় ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদের অর্থয়নে উপজেলা পরিষদের মিলনতয়নে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও রাসয়নিক সার বিতরণ অনুষ্ঠান ০৫ নভেম্বর/২৩ তারিখে অনুষ্ঠিত হয়।
ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মস‚চির আওতায় ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে১ হাজার ৯’শ ৫৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে সরিষা,স‚র্যমুখী, শীতকালীন পেঁয়াজসহ ৮ জাতের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ উম্মে তামিমা’র পরিচালনায়উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনা মিয়া। তিনি বলেন- বর্তমান কৃষি বান্ধব সরকার রাসায়নিক সারসহ সকল আধুনিক কৃষি যন্ত্রপাতিতে ভর্তুকি প্রদান করে যাচ্ছে। তারপরও অলসতার কারনে অনেকেরই খালি জমি পড়ে থাকে, আমরা চাষ করি না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে হলে কোন জমি খালি রাখা যাবে না, প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দাল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) জাহানারা বেগম, সাদিপুর ইউপি চেয়ারম্যান সাহেদ আহমদ মুছা, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লা বদরুল, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান আজাদ, উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আরিফ রব্বানী প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS