আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ ও বার্ষিক পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক জেলা কর্মশালা-২০২২ অতিরিক্ত উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেটের সেমিনার কক্ষে ১০/০৯/২০২২ খ্রিস্টাব্দে অনুষ্টিত হয়েছে। অনুষ্টান শুরুতে সুধীজনদের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ মো. আব্দুল মান্নান, মনিটরিং অফিসার, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প।
উক্ত কর্মশালায় কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট মহোদয়ের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল মহোদয়। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষিবিদ মুনফিক আহমদ চৌধুরীর, মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট, সিলেট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. ফারুখ হোসেন, মহোদয়।
উক্ত কর্মশালায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের ২০২২-২৩ অর্থ বছরের জেলা পর্যায়ে কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্প পরিচালক, কৃষিবিদ মোঃ রকিব উদ্দিন। কারিগরি সেশনে সভাপত্বি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. এমদাদ হোসেন সেখ, পরিচালক (ভারপ্রাপ্ত), উদ্ভিদ সংরক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। সিলেট জেলায় ২০২২-২৩ অর্থ বছরের উপজেলা ভিত্তিক বার্ষিক পরিকল্পনা ও প্রধান প্রাধান শস্য বিন্যাস মাল্টি মিডিয়ার সাহায্যে তথ্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসারগণ।
উক্ত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে সিলেট 'অঞ্চলের ডিএই, ব্রি,বারি, , কৃষি তথ্য সার্ভিস, এসসিএ, বিনার,এসআডিআইসহ ,কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রগতিশীল কৃষকসহ ৫০ জন অংশগ্রহণ করেন।
সংবাদ সংগ্রহে : মো.জুলফিকার আলী, এআইসিও ,কৃষি তথ্য সার্ভিস, সিলেট।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS