Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Calling farmers to develop 'agro tourism' through modern technology
Details

সিলেটের গোলাপগঞ্জে 'এগ্রো ট্যুরিজম' গড়ে তুলতে বিভিন্ন প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। যাতে গোটা উপজেলা ট্যুরিজমের আওতায় আনা যায়। এ লক্ষ্য আনারসের পাশাপাশি কফি, মাল্টা, কমলা, কাজুবাদাম ও কমলা বাগান বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তি কাজে লাগাতে হবে। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখার যুগ্ম সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু এসব কথা বলেন।

এ সময় স্থানীয় কৃষকদের উদ্দেশ্যে বলেন, শুধু ধান চাষ করলে হবে না পাশাপাশি অন্যান্য ফসল উৎপাদন করতে হবে। কোনো জমি পতিত রাখা যাবে না। এসব জমিতে কফি, কাজুবাদাম, মাল্টা কমলাসহ সব ধরণের ফসল উৎপাদন করতে হবে। আমাদের বছরব্যাপী ফসল চাষের প্রজেক্ট আছে। কৃষকরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে ফসল উৎপাদন করতে পারে এজন্য কৃষক ও কৃষি অফিসের কর্মকর্তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। 

২০২২-২০২৩ অর্থ বছরেআধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায়রোববার৯ সেপ্টেম্বর ২০২২ উপজেলার ঢাকা দক্ষিণ, ফুলবাড়ী ও আমুড়াসহ বিভিন্ন এলাকায় আনারস, মাল্টা, লেবু ও কমলা বাগান পরিদর্শন শেষে আমুড়ায় কৃষকদের নিয়ে অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষা ও কৃষক দল গঠনমূলক অনুষ্ঠানে যোগ দেন। পরে গোলপগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিতউপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে  ‘কৃষকপ্রশিক্ষণ’অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

 প্রশিক্ষণে প্রকল্পের বিভিন্ন কার্যকারিতা ও প্রশিক্ষণের বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক,কৃষিবিদ মোঃ রকিব উদ্দিন।


সংবাদ সংগ্রহে:মো.জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস,আঞ্চলিক অফিস,সিলেট।          


Attachments
Publish Date
11/10/2022
Archieve Date
31/10/2022