শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন মেঘলা আকাশ হলে:
ক) রোগ হওয়ার পুর্বে:
৭ দিন পর পর ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক (যেমন-ডাইথেন এম-৪৫ অথবা ইন্ডোফিল এম-৪৫ অথবা পেনকোজেব ৮০ ডব্লিউপি) ২ গ্রাম ১ লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)।
(খ) রোগ হওয়ার পরে:
(১) রোগের আক্রমন অল্প দেখা দিলে:
নিজের বা পার্শ্ববর্তী জমিতে রোগ দেখা দিলে ছত্রাকনাশক যেমন, এক্রোবেট এমজেড (২ গ্রাম) অথবা জেমপ্রো ডিএম (২ মি.লি.) অথবা মাইক্রা ৭২ ডব্লিউ পি (২ গ্রাম) ১ লিটার পানিতে মিশিয়ে ৭ দিন পর পর স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)।
(২) রোগের আক্রমন বেশি দেখা দিলে:
নিম্নলিখিত ছত্রাকনাশকের মিশ্রন, যেমন-
* এক্রোবেট এমজেড (৪ গ্রাম) অথবা জেমপ্রো ডিএম (৩ মি.লি.) অথবা মাইক্রা ৭২ ডব্লিউ পি (৪ গ্রাম) ১ লিটার পানিতে মিশিয়ে ৪/৫ দিন পর পর স্প্রে করতে হবে (গাছ ভালভাবে ভিজিয়ে দিতে হবে)।
এছাড়া রোগ নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত আক্রান্ত জমিতে সেচ প্রদান বন্ধ রাখতে হবে।
বি.দ্রঃ ২ বার স্প্রের পর ছত্রাকনাশকের গ্রুপ বদল করতে হবে।
সারাদিন সুর্য দেখা না গেলে ছত্রাকনাশকের সাথে ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করতে হবে।
তথ্য সূত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর।
প্রচারে : কৃষি তথ্য সার্ভিস, সিলেট
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস