Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শৈত্যপ্রবাহে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় সরিষা চাষে করণীয়
বিস্তারিত

   শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন আবহাওয়ায় সরিষা চাষীদের করণীয়

শৈত্যপ্রবাহ ও কুয়াশাছন্ন মেঘলা আকাশ হলে সরিষার পাতা ঝলসানো রোগের প্রকোপ রেড়ে যাতে পারে।  তাই সরিষা চাষীদের করণীয়: 

  সরষিার চারা অবস্থায় বা গাছের বয়স ২৫-৩০  দিন হলে অর্থাৎ ফুল আসার আগে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক (যেমন: রোভরাল ৫০ ডব্লিউপি) প্রতি লিটার পানিতে ২ গ্রাম হরে মিশিয়ে ১ বার স্প্রে করতে হবে।

 অথবা ফুল শেষ হবার সাথে সাথেই একই গ্রুপের ছত্রাকনাশক (যেমন: রোভরাল ৫০ ডব্লিউপি প্রতি লিটার পানিতে ২ গ্রাম অথবা ডাইফেনোকোনাজল+এ্যাজোকি্রাস্টিবিন গ্রুপের ছত্রাকনাশক (যেমন: এমিস্টার টপ ৩২৫ এসপি) প্রতি লিটার পানিতে ১মিলি হারে মিশিয়ে ১০ দিন পর পর ২-৩ বার সমস্ত গাছে স্প্রে করতে হবে।

                                                               সুত্র: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গবেষণা উইং

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
29/12/2024
আর্কাইভ তারিখ
31/01/2025