Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিলেট ও সুনামগঞ্জ জেলার বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত

সিলেট ও সুনামগঞ্জ জেলার বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সিলেট নগরীর মেহেদীভাগস্থ হোটেল গ্রান্ড সুরমা এর কনফারেন্স রুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা কর্তৃক আয়োজিত আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্ম পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ক ২৬ অক্টোবর ২০২৪ তারিখে দিনব্যাপী কর্মশালায় অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল,সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। তিনি দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন -কৃষি খাতে সিলেট অঞ্চলে ৫শ'কোটি টাকার প্রকল্প কিছুদিনের মধ্যে পাস হচ্ছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করেবে বিএডিসি। সিলেট অঞ্চলে প্রধান সমস্যা সেচ ব্যবস্থপনা, প্রকল্পটি চালু হলে কৃষকরা উপকৃত হবেন। 

তিনি আরো বক্তব্যে বলেন- সিলেট অঞ্চলে পতিত জমিকে চাষের আওতায় আনতে ইতিমধ্যে চলমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কৃষি আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হয়েছে। ফলে আজ সিলেটে পতিত জমির সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। এ ধারা অব্যাহত রাখতে কৃষি উন্নয়নে সংশ্লিষ্টদের আরো আন্তরিক হতে হবে। 

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন-আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মো. রকিব উদ্দিন।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ আব্দুল মন্নান এর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ অধিশাখার যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক; ডিএই, খামারবাড়ি ঢাকার উদ্ভিদ সংগনিরোধ উইং এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড মো. হজরত আলী; কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড. কাজী মো. মজিবুর রহমান। 

কর্মশালার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ছাতক উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক হোসেন খান ও গীতা পাঠ করেন বিশ^নাথ উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়। সুনামগঞ্জ জেলার কর্মশালার কারিগরি সেশনে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন- কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেট এর অধ্যক্ষ কৃষিবিদ ড.কাজী মো.মজিবুর রহমান। সিলেট জেলার কর্মশালার কারিগরি সেশনে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন-ডিএই,সিলেট অঞ্চল, সিলেটের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মতিউজ্জামান। সেশনে অংশ গ্রহণ করেন- মৌলভীবাজার আকবরপুরে আঞ্চলিক কৃষি গবেষণা  কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল; বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, হবিগঞ্জের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.হীরেন্দ্র নাথ বর্ম্মন; সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ রোগবিদ্যা এবং বীজ বিজ্ঞান বিভাগের প্রফেসর আব্দুল মুকিত। জেলা ভিত্তিক সেশনে অংশ গ্রহণ করেন ডিএই সুনামগঞ্জের জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ; উপজেলা ভিত্তিক সেশনে অংশ গ্রহণ করেন- উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি। 

দিনব্যাপী কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট ও সুনামগঞ্জ জেলার ডিএই, এআইএস, ব্রি, এসআরডিআই, বিনা, বিএডিসি, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ঠ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও প্রগতিশীল কৃষকবৃন্দ ১০০ জন অংশগ্রহণ করেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
27/10/2024
আর্কাইভ তারিখ
31/12/2024