Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিলেটে সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত
বিস্তারিত

মো. জুলফিকার আলী (সিলেট) : সিলেট জেলার কৃষি বিপণন অধিদপ্তরের সম্মেলন কক্ষে “সম্ভাব্য কৃষি উদ্যোক্তা বাছাইয়ের জন্য অংশীজনের সাথে পরামর্শ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং পার্টনার-ডিএএম অংগের সহযোগিতায় কৃষি ও গ্রামীণ রূপান্তর প্রকল্পের আওতায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) কর্মশালাটি আয়োজন করা হয়।

কর্মশালার শুরুতে সিলেটের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা আবু সালেহ মো. হুমায়ুন কবির সুধীজনদের স্বাগত জানান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের ঢাকা উপসচিব ও এজেন্সি প্রোগ্রাম ডিরেক্টর ড. মুহাম্মদ আবদুল্লাহ আল-ফারুক। তিনি বলেন, “বাংলাদেশে ২০ হাজার কৃষি উদ্যোক্তাকে পুরস্কৃত করা হবে, এর মধ্যে ১২ হাজার নারী উদ্যোক্তা এবং ৮ হাজার যুবক উদ্যোক্তা।”

কৃষি উদ্যোক্তাদের জন্য চাহিদাভিত্তিক প্রশিক্ষণ, যন্ত্রপাতি সহায়তা, প্রকল্প সহায়তা এবং বাজার সংযোগের মতো নানান সহায়তা প্রদান করা হবে, যা তাদের কৃষি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের এক্সপোর্ট ও প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট কনসালটেন্ট ড. মো. মাহবুব আলম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ দীপক কুমার দাস, বিসিক সিলেট জেলার উপ- মহাব্যবস্থাপক ম. সুহেল হাওলাদার, এবং কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র মনিটরিং অফিসার ড. নাসরিন সুলতানা।

এ কর্মশালায় সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে ৫০ জন কৃষি উদ্যোক্তা অংশগ্রহণ করেন, যারা কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেদের সক্ষমতা এবং বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্পর্কে জানতে আগ্রহী ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
18/02/2025
আর্কাইভ তারিখ
31/03/2025