Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন
বিস্তারিত

সিলেটে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪-এর শুভ উদ্বোধন

সংবাদ পরিবেশন-মো. জুলফিকার আলী, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, সিলেট।

সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট বন বিভাগের আয়োজনে “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে সরকারী আলিয়া মাদ্রাসার মাঠে ৩১ আগস্ট বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৪ শুভ উদ্বোধন করা হয়। এর আগে, বেলা ১১টায় সিলেট জেলা স্টেডিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী আলিয়া মাদ্রাসার মাঠে এসে শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা হতে রাত ৯টা পর্যন্ত সবার জন্য মেলা উম্মোক্ত থাকবে। আগামী ১৪ সেপ্টেম্বর (১৫ দিনব্যপী) পর্যন্ত এ মেলা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সুবর্ণা সরকার, জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সিলেটের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- হুমায়ুন কবির, বিভাগীয় বন কর্মকর্তা, সিলেট। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আবু আহমদ ছিদ্দীকী, বিভাগীয় কমিশনার, সিলেট। তিনি বলেন- ‘গাছ আমাদের অকৃতিম বন্ধু। কার্বণ ডাই-অক্সাইড বাড়লে আমরা কেউ বাঁচতে পারব না। গাছ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রেখেছে। আমাদের সুজলা-সুফলা দেশ নানান বৃক্ষে সাজানো। এটি মহান সৃষ্টিকর্তার অবদান। এই অবদানকে গুরুত্ব দিয়ে বেশি বেশি গাছ লাগিয়ে মানসম্মত বসবাস যোগ্য সুন্দর একটি দেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার’।

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, দেশকে কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় এবং সু-শাসন প্রতিষ্ঠা করতে হয়। ছাত্রদের এই অবদান আজ গোটা বিশ্বে ছড়িয়ে পড়ছে’। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মাহবুব রহমান, পুলিশ সুপার, সিলেট; জেদান আল মুসা, ডিআইজি, সিলেট রেঞ্জ; জাবেদুর রহমান, ডিসি নর্থ, মেট্টোপলিটন পুলিশ(এসএমপি), সিলেট।

এসময় সিলেট জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা-কর্মচারী, বৃক্ষপ্রেমী এবং সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 



ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
31/08/2024
আর্কাইভ তারিখ
30/09/2024