সিলেট অঞ্চল থেকে এক মাত্র কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) সম্মাননা ২০২১ পেয়েছেন- ফলচাষী ফেঞ্চুগঞ্জের মোঃ সিরাজুল ইসলাম। তিনি ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের সিরাজ বহুমুখী খামারের’ স্বত্বাধিকারী এবং একজন কৃষি উদ্বোক্তা।
অদ্য ১০ জুলাই ২০২৪ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর আয়োজনে অতিরিক্ত পরিচালকের কার্যালয়, ডিএই, সিলেট অঞ্চল, সিলেট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় মাসিক সভায় (এআইপি) সম্মাননা ২০২১ পুরস্কারপ্রাপ্ত ফলচাষী মোঃ সিরাজুল
ইসলাম-কে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট পক্ষে ফুলেল শুভেচ্ছে ও অভিন্দন জানান - কৃষিবিদ মো. মতিউজ্জামন, অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট । এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট জেলার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা; সুনামগঞ্জ জেলার উপপরিচালক বিমল চন্দ্র সোম; মৌলভীবাজার জেলার উপপরিচালক কৃষিবিদ সামছুদ্দিন আহমেদ।
উক্ত সভায় কৃষিবিদ মো: মতিউজ্জামান , অতিরিক্ত পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট সভাপতিত্ব করেন।
সভা শুরুতে সভাপতি উপস্থিত সকল সদস্যদের স্বাগত জানান এবং গত সভার কার্যপত্র অনুযায়ী সিদ্ধান্তসমূহ মাঠ পর্যায়ে বাস্তবাযনের করার উপস্থিত কর্মকর্তাবৃন্দ আহবান জানান।
উক্ত সভায় সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি তথ্য সার্ভিস, বারি, ব্রি, বিনা, কৃষি বিপনন অধিদপ্তর, বীজ প্রত্যযন এজেন্সি, বিএডিসি বীজ সার, সেচ এবং চলমান সকল প্রকল্প মনিটরিং অফিসার, সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পসহ অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।